মির্জাপুরে মাধ্যমিকে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

Spread the love

স্টাফ রিপোর্টার ঃ টাঙ্গাইলের মির্জাপুরে এবারের এসএসসি, এসএসসি ( ভোকেশনাল) ও দাখিল পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭১৮ শিক্ষার্থীকে অভিনন্দন ও কৃতিত্ব সনদসহ মেডেল প্রদানের মাধ্যমে সংবর্ধিত করা হয়েছে। এছাড়া মাধ্যমিকের তিন স্তরে ফলাফলের শতকরা হার অনুযায়ী মোট ৯ প্রতিষ্ঠানকেও সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে মির্জাপুর সরকারি কলেজ অভ্যন্তরে এক অনারম্বর আয়োজনের মাধ্যমে উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ’র পক্ষ থেকে এই সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর সরকারি কলেজের অধ্যক্ষ তাহমিনা জাহান, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু সালেহ মাসুদ করিমের পক্ষে পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন ( পিপিএম), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হায়দার। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক, সাংবাদিক ও গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।