মোঃ রুবেল মিয়া :
টাঙ্গাইলের মির্জাপুরে রফিক রাজু ক্যাডেট স্কুল শাখা কর্তৃক আয়োজিত ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ মে) সকাল ১১ টায় পুরাতন শহীদ মিনার চত্বরের পূর্ব পাশে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন টাঙ্গাইল রফিক রাজু শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মো. শরিফ তালুকদার।
মির্জাপুর শাখার অধ্যক্ষ মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় মোঃ মাজহারুল ইসলাম শিপলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল রফিক রাজু শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রফিক এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল শিক্ষা পরিবারের (সার্বিক) প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুল ইসলাম শফি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রফিক রাজু মির্জাপুর উপজেলা শাখার সহ-সভাপতি প্রদীপ বণিক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও চিত্র শিল্পী হুমায়ূন কবির, জুনিয়র শিক্ষানবিশ আইনজীবী মোঃ আসাদুজ্জামান আসাদসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
যুগধারা ডট টিভি/অন্তু