মির্জাপুরে লাঞ্ছিত উপজেলা চেয়ারম্যান, শোকজ

Spread the love

মির্জাপুর প্রতিনিধি ঃ টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুকে শারীরিকভাবে লাঞ্ছিত ও অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. সিরাজুল ইসলামকে শোকজ করা হয়েছে। বুধবার (২রা নভেম্বর) সকালে শোকজের বিষয়টি সাংবাদিকদের অবগত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ। গত ৩১ অক্টোবরে দেয়া ওই শোকজে ৩ দিনের মধ্যে জবাব দেয়ার সময় বেঁধে দেয়া হয়েছে বলে তিনি জানান। ঘটনার প্রত্যক্ষদর্শী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও সাবেক ছাত্র নেতা আবু সাইদ মিয়া বলেন, প্রথমে মো. সিরাজুল ইসলাম ও উপজেলা চেয়ারম্যানের মুখোমুখি সাক্ষাৎ স্বাভাবিকভাবে নিলেও হঠাৎ উপজেলা পরিষদ চেয়ারম্যানকে বাজে ভাষায় গালিগালাজ ও পরে স্বজোরে ধাক্কা দেন সিরাজুল ইসলাম। সেসময় পাশে থাকা যুবলীগ নেতা মাখন চেয়ারম্যানকে ধরে পরে যাওয়া থামান ও আমি সিরাজুল ইসলামকে নিভৃত করে স্থান ত্যাগ করাই। গত ২৮ অক্টোবর সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে অনুষ্ঠিত এক সভার বিরতিতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচে ওই ঘটনা ঘটে বলে তিনি জানান। উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু নির্দিষ্ট করে ঘটনার বর্ণনা দিতে বিব্রত করলেও তিনি হিং¯্রভাবে শারীরিক লাঞ্ছনা ও অকথ্য ভাষায় গালিগালাজের শিকার হয়েছেন বলে জানান। তবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম বলেন, আমি কোন শোকজের নোটিশ পাইনি। এছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাথে তার কোন ধাক্কাধাক্কি কিংবা গালিগালাজের ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।