স্টাফ রিপোর্টার ঃ টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত স্মৃতিসৌধ ‘অর্জন’ এর উদ্বোধন করলেন টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দিন হায়দার। মঙ্গলবার ( ১৩ই ডিসেম্বর) সকালে তিনি এই স্মৃতিসৌধের উদ্বোধন করেন। উপজেলা প্রশাসনের অর্থায়নে মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে এই স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।
এছাড়া স্মৃতিসৌধ উদ্বোধন শেষে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুলের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার, মির্জাপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, মীর্জা শামীমা আক্তার শিফা, উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শহীদুর রহমান শহীদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস দূর্লভ চন্দ্র, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত প্রমুখ এবং স্থানীয় অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি ও সংবাদকর্মীরা এতে অংশ নেন।