মির্জাপুরে ১০২ বছরের বৃদ্ধার মৃত্যু

Spread the love

মির্জাপুর প্রতিনিধি ঃ টাঙ্গাইলের মির্জাপুরে মোঃ নান্দু মিয়া নামে (১০২) বছরের বৃদ্ধার মৃত্যু হয়েছে। যেখানে বাংলাদেশের গড় মৃত্যুর হার ৫০-৬০ বছরের মধ্যে সেখানে শতবর্ষে জীবিত থাকা মানুষ হাতে গোনা খুব কমই আছে। মৃত নান্দু মিয়া মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হাঁট ফতেপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা। থেকে সেখানেই তিনি বেড়ে ওঠেন। পরে তিনি মির্জাপুর পৌর সদরে পোষ্টকামুরী গ্রামে বসবাস করেন। সেখানে কয়েক বছর বসবাস করে একপর্যায়ে তিনি ভাতগ্রাম ইউনিয়নের বাগজান গ্রামে স্থায়ী ভাবে বসবাস করেন। নান্দু মিয়া ১৯৫০ সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি ৩ পুত্র ও ৪ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে মোঃ আঃ আজিজ (৭০) দৈনিক যোগধারা কে বলেন, আমার বাবা একজন সহজ সরল ও নামাজি ব্যক্তি ছিলেন। তার জন্ম ১৯২৮-৩০ সালের মধ্যে। তিনি শনিবার তার ছোট মেয়ের বাড়িতে থাকা অবস্থায় বিকালে অসুস্থতা বোধ করেন এবং সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন। রবিবার সকাল ১১ টায় ৯ নং ওয়ার্ডের কান্ঠালিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে তার জানাযা শেষে কান্ঠালিয়া কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।