মির্জাপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে গাছ কাটার অভিযোগ

Spread the love

স্টাফ রিপোর্টার :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ার্শী ইউনিয়নের হালুয়াপাড়া গ্রামের ১৪৪ ধারা ভঙ্গ করে গাছ কাটার অভিযোগ উঠেছে। এর আগে গত ২৭ অক্টোবর ওই জমিতে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ১৪৪ ধারা জারি করেন। জানা যায়, উপজেলার হালুয়াপাড়া মৌজায় ৮৫ খতিয়ানের ৪২৮ দাগের সাড়ে ২১ শতাংশ জমিতে কাঠ বাগান ও আবাদি জমি নিয়ে সাফর্তা গ্রামের মৃত এনামুল হক খানের ছেলে জহিরুল ইসলামদের সাথে ওই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মো. টিটু, মতিউর রহমানের ছেলে সামিনুল, সামিনুল ইসলামের ছেলে প্রভাত, টিটু মা আরজেদা ও প্রভাতের মা ফরিদা খানমদের জমি নিয়ে বিরোধ চলছে। এরই ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর ওই জমিতে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ১৪৪ ধারা জারি করেন। অভিযোগ রয়েছে, গত শুক্রবার একটি আকাশমনি ও একটি মেহগনি গাছ কাটে ওই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মো. টিটু, মতিউর রহমানের ছেলে সমিনুল, সামিনুল ইসলামের ছেলে প্রভাত, টিটু মা আরজেদা ও প্রভাতের মা ফরিদা খানম গাছ গুলো কাটে। বিষয়টি মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মির্জাপুর থানার এএসআই মো. উজ্জলকে অবগত করা হয়েছে। এছাড়াও বাদিকে হুমকি ধামকি ও হত্যার হুমকি দেয়ারও অভিযোগও রয়েছে বিবাদিদের বিরুদ্ধে। অভিযুক্ত মো. টিটু বলেন, দুটি গাছ ঝড়ে ভেঙে পড়েছে। আমরা কোন গাছ কাটিনি। মির্জাপুর থানার এএসআই মো. উজ্জল বলেন, গাছ কাটার বিষয়টি আমার জানা নে