মির্জাপুর প্টারতিনিধি ঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল স্মার্ট কার্ড ও সনদ পত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানে উদ্বোধন করেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, পৌরসভার সাবেক মেয়র এড. মো. মোশারফ হোসেন মনি ও মো. শহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ মো. মুজাহিদুল ইসলাম মনির প্রমূখ।
তথ্য সুত্রে জানা যায়, এই ডিজিটাল সনদ ও পরিচয়পত্র যাতে কেউ জাল করতে না পারে, সে জন্য সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। ডিজিটাল সনদে ১৪ ধরনের এবং পরিচয়পত্রে ১২ ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুগলে গিয়ে ‘ফ্রিডম ফাইটার ভেরিফায়ার’ অ্যাপের মাধ্যমে এই সনদ ও পরিচয়পত্রে ইউনিক নম্বর অ্যাপ করলে প্রথমেই ৩০ সেকেন্ডে বঙ্গবন্ধুর ভাষণ ও জাতীয় সংগীত শোনা যাবে।
ডিজিটাল এই সনদ ও পরিচয়পত্রে আরো রয়েছে থ্রিডি লোগো, দুটি করে কিউআর কোড, বঙ্গবন্ধু ও জাতীয় ফুল শাপলার অ্যাম্বুশ করা শ্যাডো, বীর মুক্তিযোদ্ধার পৃথক তথ্যকণিকা, ইস্যুকারী মন্ত্রী ও সচিবের স্বাক্ষর, ওয়াটার মার্ক, জয় বাংলা ও জয় বঙ্গবন্ধুসহ নানা ধরনের নির্ধারিত আল্টামার্ক। যার অনেক কিছু খালি চোখে দেখা যাবে না।
অনুষ্ঠানে প্রধান অতিথির হাত থেকে স্মার্টকার্ড ও সার্টিফিকেট পেয়েছেন ১০ জন বীর মুক্তিযোদ্ধা ও মৃত বীর মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকার একজন পেয়েছেন শুধুমাত্র ডিজিটাল সার্টিফিকেট।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান জানান, উপজেলার ৪৮৮ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে পযার্য়ক্রমে স্মার্ট কার্ড ও সনদপত্র বিতরণ হবে এবং ৩৮০ জন মৃত মুক্তিযোদ্ধাদের পরিবারের মাঝে সনদ বিতরণ করা হবে । আজ পৌরসভা ও ভাদগ্রাম ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও সনদপত্র বিতরণ করা হয়।