স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন রোধকল্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে ভূঞাপুর উপজেলার অর্জুনা এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মো: খায়রুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: ফারজানা ইয়াসমিন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
অভিযানে যমুনা নদীর চরে বাঁধ দিয়ে অবৈধভাবে ভেঁকু দিয়ে বালু উত্তোলন করায় চারটি বেকু জব্দ করা হয়। এসময় আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
যুগধারা ডট টিভি/অন্তু