যে কারণে পরিচালকের ওপর ক্ষুব্ধ শাহনূর

Spread the love

যুগধারা ডেস্ক :

‘প্রেম প্রীতির বন্ধন’। সিনেমার প্রযোজক পরিচালকের প্রতি ক্ষুব্ধ অভিনেত্রী শাহনূর। গেল ঈদে সোলায়মান আলী লেবু পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছে।  

এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করলেও পুরো পারিশ্রমিক পাননি শাহনূর। বারবার প্রযোজক পরিচালকের কাছে যথাযথ সম্মানি চেয়েও নিরাশ হয়েছেন বলে জানিয়েছেন। প্রচারণার জন্য তাকে ডাকা হয়নি। 

এ দিকে সিনেমাটি এবারের ঈদে মুক্তি পেলেও তা ব্যবসায়িকভাবে ব্যর্থতার মুখোমুখি হয়। তবে এসব নিয়ে কোনো আফসোস নেই বলে জানিয়েছেন শাহনূর। তিনি নিজের রুটিন মাফিক কাজ নিয়েই ব্যস্ত। এরই মধ্যে শেষ করেছেন ‘রাজকুমারী’ নামে নতুন একটি সিনেমার কাজ। 

তিনি বলেন, আসলে দীর্ঘদিন সিনেমায় কাজ করি। যথাযথ সম্মানটা পাওয়ার অধিকার আমার নিশ্চয়ই আছে। সেটা অর্জনও করেছি। কেউ যদি আমাকে ভুলে যায়, বা আমার সম্মানি বা সম্মান না দিতে চায়, তাহলে এটা তাদের ব্যর্থতা। আমি আমার কাজ ঠিকই করে যাচ্ছি। কারও জন্য আমার কাজ থেমে নেই বা আমি বসেও নেই। সবাই ভালো থাকুক, এটাই চাই।

যুগধারা ডট টিভি/অন্তু