রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Spread the love

স্টাফ রিপোর্টার :

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে উক্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান,একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি ও সমাজ সেবক বুলবুল খান মাহবুব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার টাঙ্গাইলের উপপরিচালক শামীম আরা রিনি। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দিন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান  শাহজাহান আনছারী, টাঙ্গাইল সাহিত্য সংসদের সভাপতি  মাহমুদ কামাল প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তাগণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের বিভিন্ন দিক এবং  বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ  অবদান সম্পর্কে আলোচনা করেন।  আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যুগধারা ডট টিভি/অন্তু