স্টাফ রিপোর্টার :
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দীকী বীর উত্তম বলেছেন, রাজনীতি করলেই একে অন্যের শত্রু নয়। আমি চাই রাজনীতিতে ভারসাম্য ফিরে আসুক। টিপু নির্বাচিত হয়ে পরাজিত প্রার্থীদের সাথে দেখা করে এসেছে। নির্বাচন থেকে ফেরার পথে চিফ ইলেকশন কমিশনার আমাকে ফোন করেছেন।
তিনি তার পিএ কে বারবার ফোন করে জানতে চেয়েছেন, সিদ্দীকী সাহেব সন্তুষ্ট কি না। আমার প্রার্থী হারলেও সন্তুষ্ট, জিতলে তো আরও সন্তুষ্ট।
বঙ্গবীর বলেন, ১৯৫৮ সালে আয়ূব খা’র সরকার যখন ‘মার্শাল ল’ জারি করেন এই টিপুর নানা সাত্তার সাহেবের বাড়িতে বঙ্গবন্ধু তিনদিন লুকিয়ে ছিলেন। অবশ্য আওয়ামী লীগ নেতাদের সে সব মনে থাকার কথা না। কারণ আওয়ামী লীগ ওয়ালাদের এখন আর বঙ্গবন্ধুকে দরকার হয় না। এখন টাকা-পয়সা আর ঘুষ হলেই চলে।
শুক্রবার (২৩ জুন) বিকালে টাঙ্গাইলের বাসাইল শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে কৃষক শ্রমিক জনতা লীগের মনোনীত নব-নির্বাচিত মেয়র রাহাত হাসান টিপু’র সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, আমার বিশ্বাস আগামী পাঁচ বছর বাসাইল পৌরসভা বাংলাদেশে একটি দৃষ্টান্ত স্থাপন করবে। পৌরসভার নিজস্ব ভবন। মাইজখাড়ার রাস্তাসহ আরও কিছু নায্য জিনিস বছরের মধ্যেই হয়ে যাবে।
টিপুকে বলছি, তোমাকে যারা ভোট দিয়েছে তুমি তাদেরও মেয়র। আর যারা না দিয়েছে তাদেরও মেয়র। পৌরসভার উন্নয়নে টাকা এনে দেবার দায়িত্ব আমার উন্নয়ন দেখা-শোনার দায়িত্ব তোমার, যেনো কাজ শেষ হবার আগেই ভেঙে না যায়।
বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি মোস্তফা মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা তালুকদার (বীর প্রতীক), সরকারি সা’দত কলেজের সাবেক ভিপি শামীম আল মনসুর আজাদ সিদ্দীকী, কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান সিদ্দীকী, টাঙ্গাইল জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সালেক হিটলু, কৃষক শ্রমিক জনতা লীগ বাসাইল উপজেলার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সখিপুর পৌরসভার সাবেক মেয়র ছানোয়ার হোসেন সজীব প্রমুখ।
যুগধারা ডট টিভি/অন্তু