যুগধারা ডেস্ক :
সৌদি আরবে শুরুটা মোটেও ভালো ছিল না ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে শুরুর সেই ধাক্কা সামলে নিজের চেনা ছন্দে ফিরেছিলেন তিনি। তবে প্রতিপক্ষের বিপক্ষে মাঠের লড়াইয়ে এক ম্যাচ জেতেন তো, হোঁচট খান দুই ম্যাচে। ফলে শিরোপাহীন মৌসুম কাটানোর দ্বারপ্রান্তে রয়েছে এই পর্তুগিজ তারকা।
সুপার কাপের পর কিং কাপ থেকে ছিটকে গেছে আল-নাসর। ফলে রোনালদোদের সামনে এখন একমাত্র ভরসা প্রো লিগ। কিন্তু সেখানেও খুব একটা স্বস্তিতে নেই তারা। আল ইত্তিহাদের কাছে শীর্ষস্থান হারিয়ে ফেলেছে আল-নাসর। তবে শিরোপার রেশে বেশ ভালোভাবেই আছে সৌদির অন্যতম এই ক্লাবটি।
শুক্রবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে আল-রায়েদের বিপক্ষে মাঠে নামে রোনালদোর ক্লাব আল-নাসর। ম্যাচে ৪-০ গোলের দাপুটে জয়ে লিগের শীর্ষে থাকা আল-ইত্তিহাদের সঙ্গে পয়েন্ট ব্যবধান তিনে নামিয়ে আনলো রোনালদোর দল। যদি ইত্তিহাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে নাসর।
এদিন ম্যাচের মাত্র ৪ মিনিটেই গোলের যাত্রাটা করেন রোনালদো নিজেই। সেই গোলেই প্রধমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে আল-নাসরের লিড ব্যবধান দ্বিগুণ করেন আবদুল রাহমান গারিব। এরপর শেষদিকে তৃতীয় ও চতুর্থ গোল করে বড় জয়ের উপলক্ষ্য এনে দেন মোহাম্মদ মারান ও আবদুল মাজেদ আল সুলাইহিম।
এই জয়ে ২৫ ম্যাচে ১৭ জয়ে ৫৬ পয়েন্ট আল-নাসরের। এক ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ। তাদের সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আল-রায়েদ। আগামী ৩ মে টেবিলের শীর্ষে থাকা আল-ইত্তিহাদ এবং ৮ মে আল খালিজের বিপক্ষে ম্যাচে মুখোমুখি হবে রোনালদোর আল-নাসর।
যুগধারা ডট টিভি/অন্তু