স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলের বাসাইল উপজেলার লৌহজং উচ্চ বিদ্যালয়ে ২০২৩ সালের এস.এস.সি শিক্ষার্থীদের বিদায়, দোয়া মাহ্ফিল ও ২০২২ সালের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদায় ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানটি আজ বুধবার (২২ মার্চ) সকালে লৌহজং উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
লৌহজং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা (বীরপ্রতীক)। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খোরশেদ আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের পরিচালনায় পর্ষদ, মো.শফিকুল ইসলাম শফি।
এ ছাড়াও এ সময় লৌহজং উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুক্তার আলী খান, সহকারী শিক্ষক মো. সহিদুর রহমান, আব্দুল লতিফ মিয়া ও অভিভাবক সদস্য জাহিদুল ইসলাম মুরাদসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন শ্রেণির ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
যুগধারা ডট টিভি/অন্তু