শামসুল হক কলেজের সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিকী’কে বিদায় সংবর্ধনা

Spread the love

কালিহাতী প্রতিনিধি :

টাঙ্গাইলের উপ-শহরখ্যাত এলেঙ্গায় সরকারি শামসুল হক কলেজের সহকারী অধ্যাপক ও হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিক এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ১১টার সময় কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ মোঃ আনোয়ারুল কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মোল্লা।

প্রধান আলোচক ছিলেন, এলেঙ্গা পৌরসভার মেয়র নূর-এ আলম সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোঃ নয়া মিয়া, বাংলাদেশ ‍শিক্ষক সমিতি (বাকশিস) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ আজাহার আলী মিয়া ও সাবেক দূর্গাপুর ইউপি চেয়ারম্যান এস.এম. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন সরকারি শামসুল হক কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক হাসান হাফিজুর রহমান।

অনুষ্ঠানে আলোচক ছিলেন, সহকারী অধ্যাপক নূরজাহান বেগম, মোঃ আতাউর রহমান, মোঃ সোস্তম আলী আখন্দ, মাধব চন্দ্র দাস, প্রধান বক্তা ছিলেন সহকারী অধ্যাপক মোঃ মোখলেছেুর রহমান, এ ছাড়াও কলেজের অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক, প্রভাষক ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের কোর্স কো-অর্ডিনেটর মোহাম্মদ আনোয়ার হোসেন।

যুগধারা ডট টিভি/অন্তু