যুগধারা ডেস্ক :
প্রেম ভালোবাসার পাশাপাশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে কয়েকজন তারকার মধ্যে। আর সেই তালিকায় শীর্ষে নাম রয়েছে অঙ্কুশ হাজরা ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের।
অঙ্কুশ-শুভশ্রীর বন্ধুত্বের গল্প অজানা নয় কারও কাছেই। গোটা ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই জানেন তাদের গল্প। যদিও বড়পর্দায় মাত্র একবার দেখা গেছে এই জুটিকে। তবে বর্তমানে এই দুই তারকাকে একসঙ্গে দেখা যাচ্ছে জি-বাংলার পর্দায়। একজন বসেছেন বিচারকের আসনে এবং অন্যজন হাতে ধরেছেন মাইক।
সম্প্রতি এই মঞ্চে ঘটে গেল অন্যরকম এক ঘটনা। শুভশ্রীকে দেখে রীতিমতো কেঁদে ভাসালেন অঙ্কুশ। অভিনেতার এহেন অবস্থা দেখে হেসে লুটোপাটি খেলেন মৌনি রায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে কেন ঘটলো এমন ঘটনা? কীইবা করেছিলেন শুভশ্রী?
আসলে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবির একটি গানে এক প্রতিযোগীর সঙ্গে কোমর দোলাতে দেখা গেল শুভশ্রীকে। আর এই ঘটনা কিছুতেই মেনে নিতে পারলে না অঙ্কুশ। ভরা মঞ্চে একরকম চিৎকার করে বসলেন তিনি। এমনকি নিজের নায়িকাকে অন্য পুরুষের সঙ্গে দেখে কেঁদে ভাসালেন অভিনেতা।
যদিও অঙ্কুশের এমন আচরণ মোটেই পছন্দ হয়নি নেটিজেনদের। কেউ তাকে বললেন ন্যাকা তো কেউ আবার বললেন, এত ওভার অ্যাকটিং করার কী আছে!
যুগধারা ডট টিভি/অন্তু