সখীপুর প্রতিনিধি :
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা ও সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক স্টেকহোল্ডারকে অবহিতকরণ সভার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ মে) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে হল রুমে এই আয়োজন করা হয়।
সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার এ জেড এম নূরুল হক।
এ সময় আরও বক্তব্য রাখেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক অলি উজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, প্রিন্সিপাল আলীম মাহমুদ, সখীপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আতিকুর রহমান, সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, বীর মুক্তিযোদ্ধা এমও গণি, সাপ্তাহিক সখীপুর বার্তার সম্পাদক শাকিল আনোয়ার, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, ইউসিসিএ লি. চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন প্রমুখ।
যুগধারা ডট টিভি/অন্তু