জুয়েল রানা :
“স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়” এ প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের সখীপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১০মার্চ) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ দিবসে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
র্যালি শেষে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জাকিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাহমিনা আক্তার চৌধুরীর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা আবদুল আহাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসমত আরা, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী সোহেল রানা, সহকারী শিক্ষা অফিসার শাহীনুর আলম, সহকারী পল্লী উন্নয়ন অফিসার রফিকুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ইব্রাহিম হোসেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহেল রানা প্রমুখ।
যুগধারা ডট টিভি/অন্তু