জুয়েল রানা :
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সখীপুর থানা পুলিশ।
গতকাল শুক্রবার (২৩ জুন) দিবাগত রাতে উপজেলার দেওবাড়ী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।
গ্রেপ্তার কৃতরা হলেন- মানিকগঞ্জের শিবালয় থানার ঘোনাপাড়া গ্রামের মৃত আবদুল লতিফ খানের ছেলে
বাবুল খান ওরফে বাবু (২৯) ও ফরিদপুরের সালথা থানার নটখোলা গ্রামের নুরু শেখের ছেলে রাজিব শেখ (৩৯)।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, শুক্রবার গভীর রাতে ১০-১২ জনের সংঘবদ্ধ একটি দল দেওবাড়ী বাজারের কাছে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
এ সময় টহলরত সখীপুর থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম অন্য পুলিশ সদস্যের নিয়ে ধাওয়া করে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করেন।
এ সময় একটি প্রাইভেট কার, রামদা, চাপাতি ও তালা কাটার যন্ত্র উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় রাতেই সহকারী উপ-পরিদর্শক আজিজুল ইসলাম বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেন।
গ্রেপ্তারকৃত আসামী দু’জনকে সাত দিনের রিমান্ড চেয়ে আজ শনিবার আদালতে পাঠানো হয়েছে।
যুগধারা ডট টিভি/অন্তু