সখীপুরে নানা কর্মসূচিতে পালিত হলো স্বাধীনতা দিবস

Spread the love

জুয়েল রানা :

সারাদেশের ন্যায় টাঙ্গাইলের সখীপুরে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।  এ দিবস উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও স্থানীয় কোকিলা পাবর শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা,  বিভিন্ন রাজনৈতিক ও প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম, আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত সিকদার, সরকারি মুজিব কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বদরুদ্দীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম ও গণি, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন ও পরে অতিথিরা বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন।

যুগধারা ডট টিভি/অন্তু