সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন এবং কুশপুত্তলিকা দাহ করেছে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী। রবিবার দুপুরে উপজেলার সুরীরচালা আব্দুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে সভাপত্বি করেন স্থানীয় ইন্দ্রমোহন বর্মণ। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিনের বিরুদ্ধে দূনীতির অভিযোগ ও তার স্ত্রী ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাজেরা আক্তারের অবৈধ নিয়োগের অভিযোগ তুলে মানববন্ধনে বক্তৃতা করেন সহকারী প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, ইউপি সদস্য রুহুল আমীন, বিশিষ্ট সমাজ সেবক মঞ্জুর মোর্শেদ, সহকারী শিক্ষক মনসুর আহমেদ, ইউসুফ আলী, গোলাম মোস্তফা, শিক্ষার্থী আইরিন আক্তার, শিমু আক্তার প্রমুখ।
এসময় বক্তরা ওই বিদ্যালয়ের নিয়োগ বানিজ্য, অবৈধ ভাবে বিদ্যালয়ের গাছ বিক্রি, অবৈধ ভাবে তার স্ত্রীকে নিয়োগ, স্কুলের হিসাবসহ নানা অনিয়মের অভিযোগ গুলো তদন্তপূর্বক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য দাবী জানায়। এছাড়া ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা হয়েছে বলে জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ।