সখীপুরে বনের আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

Spread the love

জুয়েল রানা :

টাঙ্গাইলের সখীপুরে বনের আগুনে নিজের প্লটেই পুড়ে ওমর আলী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

রবিবার (২৬ মার্চ) উপজেলার বহেড়াতৈল রেঞ্জের সদর বিটের আওতাধীন বেরিখোলা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ওমর আলী বেরিখোলা গ্রামের মৃত  ওমেদ আলীর ছেলে। 

বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এ কে এম আমিনুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। রবিবার বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। এ ব্যাপারে সন্ধ্যায় তাঁর ছেলে মনিরুজ্জামান বাদী হয়ে সখীপুর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। 

পুলিশ ও রেঞ্জ কর্মকর্তার কার্যালয়  সূত্রে জানা যায়, নিহত ওই ব্যক্তি দুপুর বেলায় নিজের নামে বরাদ্দ হওয়া সামাজিক বনায়নের একটি প্লটে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়দের ধারণা আগুনে তার প্লট পুড়ে যাওয়ার পর পাশের আরেকটি প্লটে আগুন ছড়িয়ে পড়লে সে আগুন নেভানোর চেষ্টা করে। এক পর্যায়ে ওই বৃদ্ধ একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। এতে তার শরীরে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই সে পুড়ে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন বলেন, শুনেছি সে নিজের প্লটে আগুন ধরাতে গিয়ে নিজেই মারা যায়। এখানে কারো দায় নেই। 

সখীপুর থানার উপ-পরিদর্শক (এস আই) নজরুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

যুগধারা ডট টিভি/অন্তু