সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষ, পুলিশ সদস্যসহ আহত ১৫

Spread the love

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষে পুলিশ সদস্য, সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মীসহ মোট ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে এক শিক্ষার্থীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার সৌখিন মোড়ে শিক্ষার্থীরা জড়ো থাকে । পরে বিভিন্ন স্লোগান ধরে মিছিল নিয়ে মোখতার ফোয়ারা চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেইটে গিয়ে অবস্থান নেয়।

জানা যায়, বেশ কিছুক্ষণ উপজেলা পরিষদ গেইটে অবস্থান করে পুনরায় শিক্ষার্থীরা মিছিল নিয়ে মোখতার ফোয়ারা চত্বরের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয় এবং একইসাথে মোখতার ফোয়ারা চত্বরের দিক থেকে উপজেলা পরিষদ গেইটের দিকে ছাত্রলীগের বেশ কিছু কর্মী ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এ সময় সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মীদের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেন ।

সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক দাবি করেন, তাদের আন্দোলন ও মিছিল প্রথম থেকে শান্তিপূর্ণভাবেই চলছিল। হঠাৎ ছাত্রলীগের কর্মীরা হামলা চালানোর কারণে সংঘর্ষের এ ঘটনা ঘটে। তবে এর দায় নিবেন না বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তারা।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমানের কাছে জানতে তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

পরে থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানাকে ফোন করা হলে তিনি জানান, দুই পক্ষের সংঘর্ষের কারণেই মূলত এ ঘটনা ঘটে। এতে তিনজন পুলিশ সদস্য আহত হয়েছে বলেও জানান তিনি।