সখীপুরে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ

Spread the love

সখীপুর প্রতিনিধি :

টাঙ্গাইলের সখীপুরে ২০২২-২৩ অর্থবছরের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতিত)’ শীর্ষক কর্মসূচির আওতায়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে। 

সোমবার (৬ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম। এ সময় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা, উপজেলা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা কৃষিবিদ আয়েশা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ প্রমুখ।

এ সময় ৩০জন শিক্ষার্থীকে বাইসাইকেল ও তিন ক্যাটাগরিতে ২৩০ জন শিক্ষার্থীর মাঝে ১২ লক্ষ টাকা বিতরণ করা হয়।

যুগধারা ডট টিভি/অন্তু দাস হৃদয়