সখীপুরে শিশুদের অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Spread the love

সখীপুর (টাংগাইল) প্রতিনিধি : গুড নেইবারস বাংলাদেশ সখীপুর (সিডিপির) উদ্যোগে সখীপুরে শিশুদের অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২২ সেপ্টেম্বর ) সকালে উপজেলার  বাগবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সিডিপি ম্যানেজার সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সিডিপি প্রোগ্রামের সহকারী ম্যানেজার ঝর্ণা খাতুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিভিন্ন ওয়ার্ডের মেম্বারবৃন্দ

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,শিশুরা আমাদের  দেশের সম্পদ।এরা যদি তাদের অধিকার সম্পর্কে সচেতন না হয় তবে আমরা কখনোই সুন্দর একটি সমাজ গঠন করতে পারবো না। তিনি আরও বলেন,  বর্তমান সমাজে অনেক শিশুকে পড়াশোনা বাদ দিয়ে শিশুশ্রমে নিয়োজিত করছে। তাই শিশুশ্রম নিষিদ্ধ করতে হবে।