সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে অসুস্থ রোগীকে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় রমজান আলী (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সখীপুর থানার ওসি মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
সোমবার (১৬ ডিসেম্বর) সখীপুর-সাগরদিঘী সড়কের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত রমজান আলীর বাবা রুস্তম আলীকে (৬৫) গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের সিংলাপাড়া থেকে বাবা-ছেলে একত্রে মোটরসাইকেলে কালিহাতী যাওয়ার উদ্দেশ্যে সখীপুর-সাগরদিঘী সড়কের বেলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক হতে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক রমজান আলী ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে জানতে চাইলে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায়, সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।