সখীপুর কাকড়াজান-লোহালীচালা সড়ক উদ্ভোধন উপলক্ষে জনসভা

Spread the love

জাহাঙ্গীর আলম :

টাঙ্গাইলের সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের কাকড়াজান-লোহালীচালা সড়ক উদ্ভোধন উপলক্ষে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ মে) বিকেলে লোহালীচালা সর্বস্তরের জনসাধারণ ও মিলন ক্লাবের উদ্যোগে লোহালীচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সখিপুর উপজেলার নির্বাহী অফিসার ফারজানা আলম, সখিপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, করটিয়া সরকারি সা”দত কলেজের সাবেক অধ্যক্ষ আলীম মাহমুদ, পি.আই.ও তাহমিনা আক্তার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতান শরিফ পান্না, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতোয়ার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম নবু প্রমুখ।

জনসভার আগে কাকড়াজান-লোহালীচালা সড়ক উদ্ভোধন করেন টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।

এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যুগধারা ডট টিভি/অন্তু