সখীপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

Spread the love

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আব্দুল্লাহ আল রনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ৬টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার। এসময় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, সহ-সভাপতি মতিউর রহমান ও তাইবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মামুন হায়দার, যুগ্ম সম্পাদক জুয়েল রানা, সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সানি, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রিমন এবং মোজাম্মেল হক সজল। এ সময় প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী  দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই সাথে তিনি পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন।