যুগধারা ডেস্ক :
ভারতের হিজড়া দম্পতি জাহাদ ও জিয়া পাভেল তাদের নিজেদের সন্তান জন্ম দিয়েছেন। এটি করতে গিয়ে জাহাদকে তার পুরুষে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়া স্থগিত রাখতে হয়েছে। বিশ্বের অনেক দেশে এটি হয়ে থাকলেও ভারতে একে অভূতপূর্ব ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
তারা বলেন, আমরা পৃথিবীতে একটি শিশু আনতে চেয়েছিলাম। সেই ইচ্ছা সত্যি হয়েছে।
জাহাদ ও জিয়া ভারতের প্রথম হিজড়া দম্পতি, যারা নিজেরা সন্তান জন্ম দিয়েছেন। এর জন্য তাদেরকে অনেক বাধা পেরোতে হয়েছে।
খবরে বলা হয়েছে, গর্ভধারণ করতে জাহাদের পুরুষে রুপান্তরিত হওয়ার প্রক্রিয়া স্থগিত করতে হয়েছে। জাহাদ বলেন, যখন সার্জারির জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন কী হবে ভেবে ভয় পেয়েছিলাম। কিন্তু ডাক্তাররা যখন শিশুকে বের করলো তখন খুব ভালো লাগছিল।
নিজের সন্তান যখন লিঙ্গ পরিবর্তন করতে চেয়েছিলেন, তখন তা মেনে নিতে একটু সময় নিয়েছিলেন জাহাদের মা। তিনি বলেন, প্রথমে দুঃখ পেয়েছিলাম কিন্তু অনেক পরে মনে হয়েছিল যে এ আর এমন কি। জাহাদের মা শারলিন বলেন, এখন দাদি হয়েছি। আমি খুব খুশি।
জাহাদ ও জিয়া অনেক ঘৃণ্য আক্রমণের শিকার হয়েছেন। তারা তাদের ইচ্ছামত সন্তানকে বড় করতে চান। তারা বলেন, লিঙ্গ, ধর্ম বা ত্বকের রঙ বিবেচনায় না নিয়ে কীভাবে মানুষকে ভালোবাসতে হয় সেটি আমরা শেখাবো।
জাহাদ ও জিয়া বলেন, আমরা এমনভাবে সন্তানকে বড় করবো যে মানুষকে মানুষ হিসেবে ভালোবাসবে। ডয়চে ভেলে।
যুগধারা ডট টিভি/অন্তু