‘সব্যসাচী আবু কায়সার সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন কবি ও কথাশিল্পী রাশেদ রহমান

Spread the love

স্টাফ রিপোর্টার :

টাঙ্গাইল সাহিত্য সংসদের ব্যবস্থাপনায় কবি ও কথাসাহিত্যিক প্রয়াত আবু কায়সারের নামে ‘সব্যসাচী আবু কায়সার সাহিত্য পুরস্কার’ প্রবর্তন করেছেন কবির ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা কবি আবু মাসুম।

২০২৩ সালে প্রথমবার এই পুরস্কারে ভূষিত হচ্ছেন কবি ও কথাশিল্পী রাশেদ রহমান। জাতীয় পর্যায়ে কথাসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কথাশিল্পী রাশেদ রহমানকে এই পুরস্কার প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আগামী (১ মে) কবি আবু কায়সারের প্রয়াণ দিবসে সাহিত্য সংসদ আয়োজিত অনুষ্ঠানে রাশেদ রহমানের হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হবে।

রাশেদ রহমানের জন্ম ৫ নভেম্বর ১৯৬৭, টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর গ্রামে। মধ্যবিত্ত কৃষক পরিবারের সন্তান রাশেদ রহমান গ্রামের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এবং সরকারি সা’দত কলেজে উচ্চ মাধ্যমিক, অনার্স (রাষ্ট্রবিজ্ঞান) ও মাস্টার্স পর্যায়ে লেখাপড়া করেছেন। স্কুলজীবনেই তার লেখালেখিতে হাতেখড়ি। গল্প, কবিতা, উপন্যাস লিখলেও ‘ছোটগল্প’ই রাশেদ রহমানের সাহিত্যকর্ষণের মূলভূমি।

ছোটগল্পের ‘ভূমিপুত্র’ রাশেদ রহমানের প্রকাশিত গ্রন্থ ২৩টি, কবিতা ৩টি, ছোটগল্প ১৭টি এবং উপন্যাস ৩টি।

ইতিপূর্বে রাশেদ রহমান টাঙ্গাইল সাহিত্য সংসদ তরুণ লেখকপুরস্কার (২০১৪), শওকত ওসমান সাহিত্য পুরস্কার (২০১৯) এবং পারাপার গল্পকার পুরস্কার (২০২২) পেয়েছেন। রাশেদ রহমান সাহিত্যের ছোটকাগজ ‘উতঙ্ক’ সম্পাদনা করেন।

যুগধারা ডট টিভি/অন্তু