সমাজসেবক মকবুল হোসেনের ৮ম মৃত্যুবার্ষিকী পালন 

Spread the love
স্টাফ রিপোর্টার : শ্রদ্ধা ভালোবাসায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে গত ১৬ অক্টোবর  পালিত হয়েছে সমাজসেবক মকবুল হোসেনের ৮ম মৃত্যুবার্ষিকী। কর্মসূচির মধ্যে ছিল কবর জিয়ারত, কোরআনখানি, মিলাদ মাহফিল ও গণভোজ। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের চরপাড়া গ্রামে মকবুল হোসেনের নিজ বাড়িতে অনুষ্ঠিত গণভোজে আত্মীয়-স্বজনসহ এলাকার নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য মকবুল হোসেন ধর্মপ্রাণ, সমাজসেবক ও সাদা মনের মানুষ ছিলেন। এলাকায় সর্বমহলে তার সুনাম রয়েছে। তার উত্তম আচরণ ও নানা সামাজিক কর্মকান্ডে এলাকাবাসী মুগ্ধ হতো।  পরিবারের সদস্যরা তার স্নেহ ভালোবাসায় হতো সিক্ত।  বাবার স্মৃতিচারণ করে তার পুত্র বাংলার সুকান্ত খ্যাত ষাট দশকের অন্যতম কবি বুলবুল খান মাহবুব এর ব্যক্তিগত সহকারী এনায়েত সুমন বলেন, আব্বা ও বাবা ডাকটি সবার কাছেই মধুর। বাবাকে হারিয়ে সবারই জীবন চলে তার স্মৃতি সাঁতরিয়ে। আবার অনেক স্মৃতি আছে যা কখনো ভোলা যায় না। তেমনই একটি স্মৃতি ছোট বেলায় বাজার ব্যাগ নিয়ে বাবার পিছে পিছে হাঁটা৷ যা কখনো ভুলতে পারবো না। সৌন্দর্যের বর্ণনায় সৌন্দর্য একেক রকম,কেউবা নদীর মতো, আবার কেউবা অরণ্যের মতন! আবার কেউ আকাশের মতো। আমার বাবার সৌন্দর্য ছিল আকাশের মতো বিশাল। আমার বাবার রেখে যাওয়া আর্দশ পরিবারের সবার নিকট উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে। এলাকাবাসীর বর্ণনায় বাবা ছিলেন বিশাল হৃদয়ের সাদা মনের মানুষ। বাবা আজ পৃথিবীতে নেই বেঁচে আছে শুধু তার আদর্শ, দেশপ্রেম আর স্নেহ ভালোবাসার স্মৃতি । তার জন্য সবার কাছে দোয়া চাই। মহান আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসী করেন। আমিন