সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত, যান চলাচল বন্ধের নির্দেশ

Spread the love

অনলাইন ডেস্ক : উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া এবং সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করায়  ঢাকা থেকে বিভিন্ন রুটে যান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা এহতেশামুল পারভেজ বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, উপকূলীয় অঞ্চলের নদীতে প্রচণ্ড ঢেউ থাকার কারণে যাত্রীদের জানমালের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে হাতিয়া ও বেতুয়াগামী এবং বেতুয়া ও হাতিয়া থেকে ঢাকাগামী, ঢাকা থেকে খেপুপাড়গামী, খেপুপাড়া থেকে ঢাকাগামী, ঢাকা থেকে চরমোন্তাজগামী, ঢাকা থেকে রাংগাবালী এবং ঢাকা থেকে মনপুরাগামী উপকূলীয় অঞ্চলের নৌপথের নৌযান চলাচল বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে।