টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল আকুর টাকুর কাকলী কুঞ্জে মাসিক ছড়া পাঠের দশম আসরের নির্ধারিত স্রোগান ছিল – “ছড়া শুধু নয় শিশুতোষ, রয়ও এতে দ্রোহ ও রোষ”। কিন্তু এবারের আসরের আলোচক ও ছড়াকারের কণ্ঠে ধ্বণীত হলো সম্প্রীতির আহবান।
শনিবার সন্ধ্যায় খ্যাতিমান ছড়াকার শফিক ইমতিয়াজের সভাপতিত্বে এবং ছড়াকার কাশীনাথ মজুমদার পিংকু সঞ্চালনায় অনুষ্ঠিত আসরে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ও কলামিষ্ট জহুরুল হক বুলবুল। আলোচনায় অংশ গ্রহন করেন নাট্যজন মীর নাছিমুল ইসলাম সেলিম, কবি বেগম রোকেয়া ইসলাম এবং অধ্যাপক ড. আলী রেজা।
আসরে স্বরচিত ছড়াপাঠ ও অনুভূতি প্রকাশ করেন বীরমুক্তিযোদ্ধা কবি আবু মাসুম, অধ্যাপক হায়দার আলী সিদ্দিকী, কবি অনীক রহমান বুলবুল, কমরেড মনজুর তারেক, কবি রহমান শিবলু, ছড়াকার সোহেল সৌকর্য, কবি আনিছুজ্জামান আনিস, অধ্যাপক গোলাম আম্বিয়া, বাচিকশিল্পী আরিফ আহাম্মেদ, স্কুল শিক্ষক মো. রুহুল আমিন, বাচিকশিল্পী আনোয়ার হোসেন সজিব, শিশুশিল্পী অহনা, লামিয়া, অহন এবং শিলু। বর্ষীয়ান ছড়াকার ও সাংবাদিক এড. খান মোহাম্মদ খালেদ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে কবি লেখকদের যার যার অবস্থান থেকে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভূমিকা পালনের আহবান জানান।