সরকারি সেবা জনমুখী করতে হবে: উপদেষ্টা রিজওয়ানা

Spread the love

অনলাইন ডেস্ক : পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সাধারণ নাগরিকেরা যারা সেবা গ্রহণের জন্য রাজউকসহ সরকারের বিভিন্ন দপ্তরে যান তাদের জন্য সেবা দেয়াটা স্বচ্ছ এবং জনমুখী করতে হবে।

তিনি বলেন, নিজেদের প্রতিষ্ঠানের প্রতি সাধারণ জনগণের যেন ইতিবাচক ধারণা সৃষ্টি হয় সেই পদক্ষেপ নিতে হবে।

সোমবার (২৫ নভেম্বর) সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েটে) ‘প্ল্যানিং উইক-২০২৪’ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজওয়ানা হাসান।

যত্রতত্র জলাশয় ভরাট বন্ধ করার নির্দেশ দিয়ে উপদেষ্টা সংশ্লিষ্ট সকলকে জলাশয় আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান।