মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে ইউপি চেয়ারম্যান এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে ভাটারা ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল এর অপসারনের দাবীতে ভাটারা ইউনিয়ন পরিষদের সামনে সরিষাবাড়ী-ভাটারা-জামালপুর প্রধান সড়কে ঘন্টাব্যাপি বিভিন্ন লেখায় সমৃদ্ধ ব্যানার ও প্লেকার্ড নিয়ে প্রায় ৫ শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন বাদল
দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতি করে আসছেন। ইউনিয়নের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো কাজে স্বচ্ছতা ও জবাব দিহীতা নেই, জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ সহ বিভিন্ন সনদপত্রের অতিরিক্ত টাকা আদায় সহ দীর্ঘদিন ধরে বিভিন্ন দুর্নীতি করে যাচ্ছে। যার ফলে ভাটারা ইউনিয়নের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। অতিদ্রুত চেয়ারম্যান বাদলকে কে অপসারণ করে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগের মাধ্যমে জনগণের হয়রানির বন্ধের দাবি জানান।
বক্তারা আরো বলেন, ভাটারা ইউনিয়নের ভাটারা উত্তরপাড়া গ্রামের চাঁন খাঁন এর ছেলে সুজন খাঁন ও দক্ষিণ পাড়া গ্রামের মৃত হাছেন এর মেয়ে হাসনা বেগমের হত্যাকাণ্ডের জড়িত থাকার অভিযোগে তার শাস্তির দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন, বিলকিছ বেগম, সাবেক ইউপি সদস্য লুৎফর রহমান, আনিছুর রহমান আনিছ, রাশেদুজ্জামান শাহীন, আলম মাহমুদ, সাব্বীর সরকার, আবুল কালাম আজাদ, জাহিদ হাসান, মকবুল হোসেন, বিপ্লব দাস প্রমুখ।
এ বিষয়ে ভাটারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদলের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।