সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কার জারা নামে ৫ বছরের শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে সরিষাবাড়ী পৌর এলাকার সাতপোয়া জামতালা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জারা বয়ড়া ইসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইউনুস আলীর মেয়ে।
স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ী সংলগ্ন রেল লাইনের পাশে খেলা করছিলো জারা। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা 37 আপ ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি সরিষাবাড়ী রেলস্টেশন থেকে তারাকান্দি-ভুয়াপুর যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে আসলে পথিমধ্যে সাতপোয়া জামতলা মোড়ে পৌছলে রেল লাইনের পাশে খেলা অবস্থায় ট্রেনের সাথে ধাক্কা লাগে। এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। পথিমধ্যে জারার মৃত্যু