সরিষাবাড়ীতে নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু 

Spread the love
সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদীতে গোসল করতে নেমে সাবেক আনসার সদস্য আব্দুল জলিল (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছেলে রাসেল আহমেদ। নিহত জলিল পঞ্চাশী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে ও সাবেক আনসার সদস্য বলে জানা গেছে।
নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, আব্দুল জলিল বৃহস্পতিবার দুপুরে বাড়ীর পাশ্ববর্তী ঝিনাই নদীতে গোসল করতে যায়। এসময় গোসলরত অবস্থায় পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। বাড়ীতে ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন নদীর পাড়ে খুঁজতে যায়। এসময় নদীর পাড়ে খূঁজে না পেয়ে স্থানীয়রা মাছ ধরার জাল ফেলে এক ঘন্টা চেষ্টার পর তার মরদেহ উদ্ধার করেন।
এ ব্যাপারে টিকরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও নিহতের ভাই আবুল হোসেন বলেন, বাড়ীর পাশেই নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে পায়ের নিচ থেকে মাটি সরে গিয়ে নদীতে ডুবে যায়। পরে নদীতে জাল ফেলে তার লাশ উদ্ধার করা হয়।