সরিষাবাড়ীতে নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

Spread the love

সরিষাবাড়ী প্রতিনিধি ঃ জামালপুরের সরিষাবাড়ীতে নদী থেকে দুদু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রিজ সংলগ্ন যমুনার শাখা সূবর্ণখালী নদীতে এ ঘটনা ঘটে। দুপুরে লাশ উদ্ধার করে পরিবারদের লোকজন। নিহত দুদু মিয়া পশ্চিম রুদ্র বয়ড়া গ্রামের মৃত ইয়ারু শেখের ছেলে। পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে দুদু মিয়া অসুস্থ ছিলেন। এর আগে তিনবার স্ট্রোক করেছে তিনি। তারপর থেকে লাঠি ভর দিয়ে আশেপাশে ঘুরে বেড়াতেন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে সে পরিবারের লোকজনের অগোচরে বাড়ি থেকে বের হয়ে যান। পরে সূবর্ণখালী নদীর পানিতে লাশ ভাসতে দেখে পরিবারের লোকদের খবর দেয় স্থানীয়রা। পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট করে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়।