সৈয়দ সাজন আহমেদ রাজু : সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেলের সাথে ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন দৈনিক জনকণ্ঠের মধুপুর নিজস্ব সংবাদদাতা ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন দৈনিক আমার সংবাদ ধনবাড়ী প্রতিনিধি ও ধনবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু ।
আরও উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা নিউজ টিভির প্রধান সম্পাদক ও ধনবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম আব্দুর রাজ্জাক , দৈনিক নবতানের ধনবাড়ী উপজেলা প্রতিনিধি মোঃ পলাশ ইসলাম, ধনবাড়ী প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নূরনবী শেখ, ধনবাড়ী প্রেসক্লাবের সদস্য ও দৈনিক নব দিগন্ত পত্রিকার ধনবাড়ী প্রতিনিধি মোঃ জাহিদ সরকার, স্বাধীন বাংলা নিউজ টিভির ক্যামেরা পার্সন ধনবাড়ী প্রেসক্লাবের সদস্য রাম চন্দ্র ঘোষ এবং মোঃ জাকির হোসেন খান ।
সরকারি পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি বলেন সাংবাদিকরা হল সমাজের দর্পণ দেশ ও জাতি সাংবাদিকদের কাছে অনেক কিছু প্রত্যাশা করেন । সাংবাদিকদের লেখনীর মাধ্যমে একটি জাতি সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে পারে এবং সমাজকে বদলে দিতে পারে , আপনারা সত্য প্রকাশ করুন মধুপুর ও ধনবাড়ীর পুলিশি সহায়তা ইতিপূর্বে পেয়েছেন ইনশাল্লাহ এই ধারাবাহিকতা বজায় থাকবে । মানুষ এক সময় থানায় আসতে ভয় পেতো কিন্তু দিন পরিবর্তন হয়েছে থানার দরজা সব সময় জনগণের জন্য খোলা থাকে এবং খোলা থাকবে । জনগণের সেবা দেওয়ার জন্য আমরা সবসময় বদ্ধপরিকর । আরো বিভিন্ন বিষয় নিয়ে সহকারী পুলিশ সুপারের সাথে মুক্ত আলোচনা করা হয়।