সাংবাদিকদের সাথে ইসলামী সংগঠন হেযবুত তওহীদের মতবিনিময় সভা

Spread the love

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সাংবাদিকদের সাথে ইসলামী সংগঠন হেযবুত তওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার পিয়াসী হোটেল অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে মতবিনিময় সভার আয়োজন করে সংগঠনটির টাঙ্গাইল জেলা শাখা।

এতে প্রধান অতিথি ছিলেন- হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতা প্রয়াত বায়োজিদ খান পন্নীর মেয়ে দৈনিক দেশেরপত্র পত্রিকার সম্পাদক রুফায়দাহ পন্নী।

হেযবুত তওহীদের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের মুখপত্র দৈনিক বজ্রশক্তির সম্পাদক এসএম শামসুল হুদা, হেযবুত তওহীদের ঢাকা মহানগর শাখার আমীর ডক্টর মাহবুব আলম মাহবুব, ময়মনসিংহ বিভাগীয় আমীর এনামুল হক বাপ্পা, সাংবাদিকদের মধ্যে মু. জোবায়েদ মল্লিক বুলবুল, কাজী তাজউদ্দিন রিপন, কাওছার আহমেদ, সুমন খান বাবু, মোজাম্মেল হক প্রমুখ।

প্রধান অতিথি রুফায়দাহ পন্নী তার পিতা বায়োজিদ খান পন্নী ও হেযবুত তওহীদের প্রতিষ্ঠাকালীন স্মৃতিচারণ করে প্রেক্ষাপট বর্ণনা করেন। তিনি বলেন, হেযবুত তওহীদ ধর্মীয় রাজনীতির ঘোরতর বিরোধী। পবিত্র আল কোরআন ও শরা-শরিয়ত মোতাবেক ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করে। মূলত এটা সামাজিক একটা সংগঠন। প্রতিষ্ঠার ২৭ বছরে হেযবুত তওহীদের কোন নেতাকর্মী কোন ধরনের রাষ্ট্রবিরোধী অপরাধ ও সামাজিক অন্যায় করেনি। অথচ বার বার হেযবুত তওহীদের নেতাকর্মীদের উপর হামলা করা হয়। সম্প্রতি পাবনায় সংগঠনের জেলা কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা চালিয়ে হেযবুত তওহীদের কর্মী সুজনকে হত্যা করেছে।