জাহাঙ্গীর আলম:
টাঙ্গাইলে ঘাটাইল উপজেলা সাগরদিঘী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাগরদিঘী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হেকমত সিকদার এর নির্বাচনীয় প্রচারনায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় ওই গ্রামের বিভিন্ন স্তরের মানুষের ঢল নামে।
১০ ফেব্রয়ারি(শুক্রবার) রাতে মালিরচালা ও জোরদিঘী গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সাগরদিঘী বাজার বণিক সমিতির সভাপতি চান মাহমুদ মনির এর সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন, ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, স্থানীয় মাতাব্বরগণ।
এসময় বক্তরা বলেন, হেকমত সিকদার চেয়ারম্যান এলাকায় অনেক রাস্তাঘাট নির্মাণ করেছেন। একসময় ভাঙা পুরাতন রাস্তা দিয়ে যাতায়াত করা যেতোনা তিনি সেগুলো সংস্কার করে দিয়েছে। তৈরি করেছেন অনেক নতুন রাস্তা। চেয়ারম্যান সার্টিফিকেটসহ পরিষদের সকল কার্যক্রমে মানুষকে এখন বেগ পেতে হয়না, সহজেই সকল সেবা পাচ্ছেন তারা। ধনী-গরীব, কৃষক-শ্রমিক সকলের সাথেই যোগাযোগ রাখেন তিনি। উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে পুনরায় তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তারা।
জানা যায়, সাগরদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদারের অক্লান্ত পরিশ্রম, মেধা ও দক্ষতায় অল্প দিনের মধ্যে ইউনিয়নে রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নয়নের ছোঁয়া লেগেছে। উন্নয়ন কর্মকান্ড ও মানুষের সুখে-দুখে পাশে থেকে নিরলসভাবে সেবা দিয়ে প্রশংসা কুড়িয়ে তিনি এলাকায় জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন।
২০১৮ সালে ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়ন ভাগ হয়ে সাগরদীঘি ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠা পায়। ওই সালেই নির্বাচনে জয়ী হয়ে ১২ জুন চেয়ারম্যানের দায়িত্বভার পান হেকমত সিকদার। এর আগে তিনি ধলাপাড়া ইউনিয়নে ৮ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে যে ২৫ শতাংশ ভূমির উপর অস্থায়ীভাবে সাগরদীঘি ইউনিয়ন পরিষদ নির্মাণ করেছে। ওই ভূমিও দান করেছেন তিনি। দায়িত্ব পেয়ে ইতোমধ্যে ইউনিয়নের বহু দিনের পুরানো ভাঙা রাস্তাগুলো মেরামত সহ বেশ কিছু পাকা রাস্তা নির্মাণ করেছেন। বর্তমানে ওই ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধ পূর্বের তুলনায় অনেক কমে গেছে। পরিষদে সালিশী ব্যবস্থার মাধ্যমে ওই এলাকার মানুষের সমস্যা নিরসন করে যাচ্ছেন তিনি। মাদকের সাথে আপোষহীন নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি।
উল্লেখ, এ ইউনিয়নের আগামী ১৬ মার্চ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।