সাদ্দামের হত্যাকারীদের শাস্তির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ

Spread the love

স্টাফ রিপোর্টার :

মুঠোফোন ব্যবসায়ী মো. সাদ্দাম হোসেনের হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত শাস্তির আওতায় আনার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (৭ জুলাই) দুপুরে সদর উপজেলার সদুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দুই ঘণ্টাব্যাপী আয়োজিত কর্মসূচেতে বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশিদ, গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, নিহত সাদ্দামের মা জোৎন্সা বেগম ও স্ত্রী রূপা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, সাদ্দামকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডটি ভিন্নখাতে নিতে দুর্ঘটনার নাটক সাজিয়েছে হত্যাকারীরা। সাদ্দাম হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হচ্ছে।

পরে সদুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুলের সামনে গিয়ে শেষ হয়।

প্রসঙ্গত, গত রোববার (২ জুলাই) রাতে বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ বাসস্ট্যান্ড এলাকা থেকে সাদ্দামের লাশ উদ্ধার করা হয়। ওই দিন সকালে সাদ্দাম এলেঙ্গার রাব্বি, অমিত, লিসান, বাপ্পীসহ ছয় বন্ধুর সঙ্গে তিন মোটরসাইকেলে ঈদ পরবর্তী ঘুরতে বগুড়ার দিকে যান। রাতে পরিবারের সদস্যরা খবর পান সাদ্দাম অসুস্থ। তার কিছুক্ষণ পর খবর পান সড়ক দুর্ঘটনায় সাদ্দাম মারা গেছেন।