সৈয়দ সাজন আহমেদ রাজু, ধনবাড়ী (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ধনবাড়ীতে সাবেক কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপি’র ব্যাক্তিগত সহকারী মাকসুদুল হাসান মাসুদের সেবা হসপিটালে মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর (সোমবার)দিন সকল শহীদদের স্মরণে সকল সরকারী বেসরকারী সহ সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
কিন্তু ধনবাড়ী উপজেলা পরিষরষদের উত্তর পাশে অবস্থিত সেবা হসপিটালে টাঙ্গানো জাতীয় পতাকা ১৬ ডিসেম্বর সকালে শহীদদের স্মরণে উত্তোলন করা জাতীয় পতাকা অধ্যবধি রাতেও পর্যন্ত টাঙ্গিয়ে রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাতেও উড়ছে জাতীয় পতাকা।
স্থানীয় এলাকাবাসী ইমাম হাসান, তৌফিক সিদ্দিকী, জীবন মাহমুদ, তৌহিদুল হাসান সহ আরো অনেকে জানান, সাবেক কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপি’র ব্যাক্তিগত সহকারী মাকসুদুল হাসান মাসুদের সেবা হসপিটালে জাতীয় পতাকা রাতের বেলায়ও উড়ছে কর্তৃপক্ষ পতাকাটি গত ১৬ ডিসেম্বরের মহান বিজয় দিবসে সকল শহীদদের স্মরণে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় পতাকা উত্তোলন করা হলেও তারা আজ ১৭ ডিসেম্বর(মঙ্গলবার) রাত নয়টা ২০ বাজে এখনো পতাকাটি নামানো হয়নি। জাতীয় পতাকা কে অবমাননা করেছে তারা । তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা দেয়া দরকার।
এবিষয়ে সেবা হসপিটালের মালিক সাবেক কৃষিমন্ত্রী ড. রাজ্জাকের ব্যক্তিগত সহকারী মাকসুদুল হাসান মাসুদের ব্যবহত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ জানান, জাতীয় পতাকা ধনবাড়ীর সেবা হসপিটালে রাতের বেলাতেও উড়ছে বিষয়টি জানতে পেরে এসিল্যান্ডকে প্রযোজনীয় নির্দেশ দেয়া হয়েছে।
ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান জানান, জাতীয় পতাকা রাতের বেলায় উড়ছে বিষয়টি জানতে পেরে সেবা হসপিটালে সরজমিনে গেলে হসপিটাল কর্তৃপক্ষ জাতীয় পতাকা উত্তোলন ও নামানের যে নিয়ম না জানার কারণে ক্ষমা প্রার্থনা করে সেই সাথে ভবিষৎতে এধরণের ঘটনা ঘটবেনা বলো মুচলেকা দেন।
অন্যদিকে, ধনবাড়ীর যদুনাথপুর ইউনিয়নের হবিপুর এলাকায় কৃষি আবাদি জমি’তে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে একজনকে দুই হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান।