নাজিবুল বাশার :
নারায়নগঞ্জের চাষাঢ়া রেলস্টেশনের সুবিধাবঞ্চিত ৫৬ জন ছিন্নমূল শিশুদের মাঝে এক চিলতে হাসি ফুটাতে ঈদের নতুন পোশাক উপহার দেয় আদিফা জাহান বিনতে আলিম মেমোরিয়াল ট্রাস্ট।
শুক্রবার (৩১ মার্চ) চাষাঢ়া রেলস্টেশনের প্লাটফর্মে থাকা ভাসমান মানুষদের জন্য ইফতারের আয়োজন করে এবং একই সময় প্লাটফর্মে গড়ে ওঠা অনানুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান লাল সবুজের বাংলাদেশ প্রাথমিক শিশু বিদ্যালয়ের ছিন্নমূল শিক্ষার্থীদের জন্যও ইফতার ও ঈদের নতুন জামা-কাপড় প্রদান করে আর্তমানবতার ব্রত নিয়ে গঠিত এই ট্রাস্ট। এ সময় ফুটফুটে শিশুদের মাঝে ব্যাপক আনন্দের সঞ্চার হয়।
স্থানীয় সেচ্ছাসেবী গ্রুপ পৃথিবীর মুসাফির এই ইফতার ও নতুন পোশাক বিতরণ কার্যক্রমে আদিফা মেমোরিয়াল ট্রাস্টকে সার্বিক সহযোগিতা করে।
ছোট্ট সোনামনিদের খালি গলায় গাওয়া জাতীয় সংগিতের মাধ্যমে শুরু ও ইফতারের মাধ্যমে শেষ হওয়া এই অনাড়ম্বর এই অনুষ্ঠানে আদিফা মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি আব্দুল আলিম, ট্রেজারার ফজলুল হক, পৃথিবীর মুসাফির গ্রুপের সেচ্ছাসবকবৃন্দ ও এলাকার গুণিজন উপস্থিত ছিলেন।
যুগধারা ডট টিভি/অন্তু