স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ৮নং এলাসিন ইউনিয়নের ১ নং ও ২ নং ওয়ার্ডের এলাসিন সানবাড়ী, সিংহরাগী, নয়াচর গ্রামের হাজার হাজার একর জমি ধান পেকে যাওয়ায় শ্রমিক সল্পতায় বিপাকে পড়ে কৃষকরা।
এতে সেচ্ছাশ্রমে সাধারন কৃষকের পাশে দাঁড়ায় ইউ পি সদস্য শাহরিয়ার সেলিম ও প্যানেল চেয়ারম্যান ১ আব্দুল আলিম।
এলাকাবাসী জানান, এই করুন অবস্থায় আমাদের মাঝে এসে সহযোগীতা করায় প্যানেল চেয়ারম্যান আব্দুল আলিম ও শাহরিয়ার সেলিম কে ধন্যাবাদ জানান কৃষকরা।
এ দিকে শাহরিয়ার সেলিম বলেন, নির্বাচনে প্রতিশ্রুত দিয়েছিলাম জনগণের পাশে থাকব তাই জনগণের পাশে থেকে ধান কেটে বাড়ী পৌছে দিচ্ছি।
যুগধারা ডট টিভি/অন্তু