স্টাফ রিপোর্টার :
“স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ-২০২৩ এবং স্মার্ট টাঙ্গাইল’ বিনির্মাণে করণীয় ও অগ্রগতি পর্যালোচনা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ মে) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, স্থানীয় সরকারের উপ-পরিচালক শামীম আরা রিনি, সিভিল সার্জন ডাক্তার মিনহাজ উদ্দিন মিয়া অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুর রহিম সুজন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদসহ বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
যুগধারা ডট টিভি/অন্তু