যুগধারা ডেস্ক :
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা ভর্তি করার পরামর্শ দেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান শনিবার রাতে এই তথ্য জানান।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে সর্বশেষ এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। দুই মাসের ব্যবধানে স্বাস্থ্য পরীক্ষা করতে ফের হাসপাতালে নেয়া হলে তাকে ভর্তি করার পরামর্শ দিলেন চিকিৎসকরা।
এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে বলে জানা গেছে।
যুগধারা ডট টিভি/অন্তু