১০০ উট পণ দিয়ে দেবলীনাকে বিয়ের প্রস্তাব !

Spread the love

যুগধারা ডেস্ক :

মহানায়ক উত্তম কুমারের নাতবউ বলে কথা। অবশ্য গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধার আগেই বিয়ের প্রস্তাব পান দেবলীনা কুমার। তাও সুদূর মিশর থেকে। পণ হিসেবে দিতে চেয়েছিলেন ১০০টি উট! তবে তাতে রাজি হননি তিনি। কারণ, তার মনে যে আগে থেকে আসন পেতে বসে আছেন অন্যজন।

সম্প্রতি দিদি নম্বর ওয়ানের মঞ্চে দেবলীনা জানালেন সেকথা। মিশরীয় পিরামিডের সামনে নেচে গেয়ে অস্থির অভিনেত্রী, তার পরই কি এসেছিল বিয়ের প্রস্তাব? সেসব না বললেও অভিনেত্রী জানিয়েছেন, শুধু যে বিয়ের প্রস্তাব এসেছিল এমন নয়, বরং ১০০টি উট পণ দিয়েই তাকে বাড়ির বউ করে নিয়ে যেতে চেয়েছিলেন তারা।

মিশরের কোনো অভিজাত অথবা রাজ পরিবারের বউ হওয়া তার ভাগ্যে ছিল? কিন্তু সেই ইচ্ছে একেবারেই হয়নি অভিনেত্রীর। বরং গৌরবের প্রেমে তখন হাবুডুবু খাচ্ছেন তিনি। তাকে জীবন থেকে হারানোর প্রশ্নই ওঠে না দেবলীনার। তাই তো সোজা সেজেগুজে আড়ম্বরে ছাদনাতলায় গিয়েছিলেন তিনি।

গৌরব-দেবলীনার প্রেমে পড়ার পর্বটাও অনেকটা সিনেমার গল্পের মতো। গৌরবের দিদির বাড়ির লক্ষ্মীপুজোর অনুষ্ঠানে দুজনের প্রথম দেখা। সেখানেই একে অপরের প্রেমে পড়ে যান। তিন বছর চুটিয়ে প্রেম করার পর ২০২০ সালের ডিসেম্বরে গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে সাতপাঁক ঘোরেন তৃণমূল নেতা দেবাশীস কুমারের মেয়ে দেবলীনা।

যুগধারা ডট টিভি/অন্তু