মুক্তার হাসান ঃ আওয়ামী সরকারের পদত্যাগসহ ১০দফা দাবী বাস্তবায়ন ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস’সহ অসংখ্য নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইলে গণ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। শনিবার সকাল ১১টায় এ গণ মিছিল বের করা হয়। এসময় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. ফরহাদ ইকবালের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয় সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। বিশেষ অতিথি বেনজির আহমেদ টিটো। মিছিলটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে শান্তিকুঞ্জ মোড় এলাকায় এসে শেষ হয়। এ সময় সমাবেশে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।