১৩ বছর পর শেষ চারের দ্বারপ্রান্তে ইন্টার মিলান

Spread the love

যুগধারা ডেস্ক :

ইন্টার মিলান উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে সবশেষ খেলেছিল ২০১০ সালে। সেবার অবশ্য তারা হোসে মরিনহোর তত্ত্বাবধানে শিরোপাও জিতেছিল। এরপর আর সেমিফাইনালের চৌকাঠ মারাতে পারেনি তারা। ১৩ বছর পর আবার শেষচারের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ব্ল্যাক অ্যান্ড ব্লুজরা। মঙ্গলবার দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে বেনফিকাকে হারিয়েছে ২-০ গোলে।

বেনফিকার মাঠে প্রথমার্ধে অবশ্য গোলের দেখা পায়নি তারা। বিরতির পরই হয় দুটি গোল।

৫১ মিনিটে পাল্টা আক্রমণে ওঠে ইন্টার। এ সময় বামদিক দিয়ে উঠে লম্বা ক্রসে ডি বক্সের মধ্যে নিকোলো বারেলাকে লক্ষ্য করে বল বাড়িয়ে দেন আলেসান্দ্রো বাস্তনি। সেটাতে হেড দিয়ে জালে পাঠান নিকোলো।

এরপর ৮২ মিনিটে বক্সের মধ্যে বেনফিকার জোয়াও মারিও হ্যান্ডবল করলে পেনাল্টি পায় ইন্টার মিলান। পেনাল্টি থেকে রোমেলু লুকাকু গোল করে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

অবশ্য ঘরের মাঠে গোল মিসের মহড়া দিয়েছে বেনফিকা। নতুবা ব্যবধান ভিন্ন হতে পারতো।

যুগধারা ডট টিভি/অন্তু