১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঘাটাইলে প্রস্তুতি সভা

Spread the love

ঘাটাইল প্রতিনিধি : স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৯তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষ এ সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সভায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৫তম জন্মবার্ষিকী এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৪তম জন্মবার্ষিকী উদযাপন করার বিষয়ে আলোচনা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসানের  সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন,পৌর মেয়র আব্দুর রশিদ মিয়া, ঘাটাইল থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন। প্রস্তুতিমূলক সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তি, মুক্তিযোদ্ধা, উপজেলার সকল সরকারি দপ্তরের প্রধান,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক,সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।